ময়মনসিংহে শিবিরকর্মী সন্দেহে ১১ জন আটক
ময়মনসিংহে শিবিরকর্মী সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শহরের পণ্ডিতপাড়ায় মোমেনশাহী টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রশিদ ও অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) শিবিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, পুলিশ খবর পায় শহরের মোমেনশাহী টাওয়ারের একটি ফ্ল্যাটে শিবিরকর্মীরা নাশকতা পরিকল্পনা ও সংঘটিত করে আসছেন। সেই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মোস্তাক মাহিন খান, মাজেদুর রহমান, আসিফ মাহমুদ, জোবায়ের সিদ্দিক, সৌমিক হাসান, আল মুজাহিদ, আশরাফুল আলম, মাহিন মাহতিব, শুভ, হৃদয় ও ফয়সাল আহমেদ।