নেত্রকোনায় মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত
নেত্রকোনায় মাইক্রোবাসের ধাক্কায় কামাল মিয়া (৫৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি আসন্ন জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী ছিলেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন।
এলাকাবাসী জানান, ট্রাকচালক কামাল মিয়া নেত্রকোনা পৌর শহরের মালনী এলাকার বাসিন্দা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বলেন, মদনপুর থেকে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেলে করে নেত্রকোনা শহরে আসছিলেন কামাল। বালি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে কামাল মিয়া গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।