নেত্রকোনায় শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতি
নেত্রকোনা সদরসহ সাত উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া, ভারি বর্ষণ ও শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল সোয়া ৩টা থেকে টানা দেড় ঘণ্টা জেলার সাত উপজেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে ভারি বৃষ্টি হয়। এ সময় নেত্রকোনা সদর উপজেলার কেগাতী ইউনিয়ন, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়।
খালিয়াজুরীর কৃষক তোফায়েল হোসেন বলেন, শিলাবৃষ্টির কারণে তাদের কাঁচা ও আধা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
কেগাতী ইউনিয়নের ছেওপুর গ্রামের রুপ্তন খান জানান, প্রচণ্ড শিলাবৃষ্টিতে তাঁদের ইউনিয়নের বেশির ভাগ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় শিল পড়ার কারণে অনেকের টিনের ঘরের চালেরও ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ছেওপুর, ধামড়িহালা, ত্রিশ কাহ্নিয়া, কর্ণখলা গ্রামের উঠতি ফসল।