নরসিংদীতে অটোচালককে কুপিয়ে হত্যা
নরসিংদীতে আলী হোসেন (২৫) নামের এক অটোচালককে রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ১০টায় সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলী হোসেন পাশের মধ্য শীলমান্দি নতুন বাজার এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, আলী হোসেন সাহেপ্রতাপ এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। মারুফা নামে তাঁর ছয় বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। কিন্তু পারিবারিক কলহের কারণে স্ত্রী কোহিনূর বেগম পাঁচ মাস আগে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এর পর থেকে তিনি একাই বাস করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আলী হোসেন। পরদিন আজ সকালে সাহেপ্রতাপ এলাকার সিএনজি ফিলিং স্টেশনের পেছনে আলী হোসেনের রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সরেজমিনে দেখা যায়, সিএনজি ফিলিং স্টেশনে একটি মাছের প্রকল্প। সেই প্রকল্পের কার্যালয় থেকে খানিকটা দূরে পড়ে আছে রক্তের ছোপ। তার পাশে পড়ে আছে নিহত আলী হোসেনের পায়ের দুটি স্যান্ডেল।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের স্ত্রী কোহিনূর বেগম জানান, ‘সকালে স্থানীয় লোকজন জানায় মৃত্যুর খবর। খবর পেয়ে দৌড়ে এসে দেখি রক্তে মাখা ওনার লাশ মাটিতে পড়ে রয়েছে।’ তবে কী কারণে কারা তাকে হত্যা করতে পারে তা সুনির্দিষ্ট করে কিছুই জানাতে পারেননি তিনি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন বলেন, নিহত আলী হোসেনের গলায় গামছা পেঁচানো। তাঁর গলা ও বাঁ পায়ের গোড়ালির রগ ও কুক কাটা। এতে আমাদের ধারণা, তাঁকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে পরে মৃত্যু নিশ্চিত করতে তার গলা ও রগ কাটা হয়েছে। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।