মনোহরদীতে বিএনপি প্রার্থীর ওপর হামলা, ভোট বর্জন
নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদী উপজেলার নয়টি এবং পলাশ উপজেলার দুটি ইউনিয়নের ভোটগ্রহণ শেষ হয়েছে।
আজ শনিবার সকাল ৮টায় ভোট শুরুর পর পরই বিভিন্ন কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে। এ সময় এজেন্ট বের করে দেওয়া, বিএনপির প্রার্থীর ওপর হামলা, জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
একদুয়ারিয়া ইউনিয়নের একদুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির প্রার্থী বাছেদ মোল্লা ভুট্টো এ ঘটনার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন। এ সময় বিএনপি প্রার্থীর গাড়িচালক আহত হন। পরে সাংবাদিকদের হস্তক্ষেপে উদ্ধার হন বিএনপির প্রার্থী।
দুপুরের দিকে উপজেলার একদুয়ারিয়া হাই স্কুল ভোটকেন্দ্রে নৌকার পক্ষে দুই যুবককে জাল ভোট দিতে দেখা যায়।
এদিকে অনিয়মের অভিযোগ এনে চার বিএনপি প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। এঁরা হলেন একদুয়ারিয়া ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থী মো. বাছেদ মোল্লা ভুট্টো। তিনি ১২টায় ভোট বর্জনের ঘোষণা দেন। এরপর দুপুর ১টায় লেবুতলা ইউনিয়নের বিএনপি প্রার্থী দিদারুল ইসলাম, দৌলতপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী এহসানুল হক শরীফ ও বড়চাপা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. গোলজার হোসেন গুলশান ভোট বর্জনের ঘোষণা দেন।
বড়চাপা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. গোলজার হোসেন গুলশান ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, সকাল থেকেই ভোট কেন্দ্রগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে নেয়। প্রত্যেক ভোটারকে তিনটি করে ব্যালট পেপার দেওয়ার নিয়ম থাকলেও চেয়ারম্যান প্রার্থীর জন্য নির্ধারিত ব্যালট রেখে বাকি দুটি ব্যালট দেওয়া হয়।
চেয়ারম্যান প্রার্থীর ব্যালটে নৌকার এজেন্টরা নিজেরাই সিল মেরে ফেলে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো. গোলজার হোসেন। তিনি বড়চাপা ইউনিয়নে পুনরায় ভোট নেওয়ার দাবি জানান।
মনোহরদীতে নয়টি ইউনিয়নে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে নির্বাচন হলেও পলাশ উপজেলার দুটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে নির্বাচন হবে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে।
এবার মনোহরদী উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন। সাধারণ সদস্য পদে ১০৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ জন লড়াই করছেন।
নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।