সুনীল গোমেজের হত্যাকারীদের গ্রেপ্তারে সাতদিনের আলটিমেটাম
নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান দোকানি সুনীল গোমেজের হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনকে সাতদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে বনপাড়া বাজার এলাকায় সমাবেশ করে এই সময় বেঁধে দেন লোকজন। এ সময় তাঁরা আধা ঘণ্টা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বনপাড়া চার্চে একটি প্রতিবাদ সভা হয়।
এদিকে এই হত্যার ঘটনায় নিহত সুনীল গোমেজের বাড়ির ভাড়াটে ট্রাকচালক সবুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সুনীল গোমেজের মেয়ে স্বপ্না গোমেজ বলেন, ‘আমার বাবার কোনো শত্রু ছিল না। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
বনপাড়ার মুসলিম এক বাসিন্দা বলেন, ‘এখানে হিন্দু মুসলমান সবাই বসবাস করি। আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। এই ঘটনা যেই ঘটাক আমরা তার শাস্তি চাই।’
দিবালোকে এই হত্যাকাণ্ডে এই এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত এক খ্রিস্টান নারী বলেন, ‘কাজের জন্য আমাদের অনেকের স্বামী ঢাকায় থাকেন। আমরা অনেকেই এখানে একা থাকি। এখন আতঙ্ক নিয়ে আমাদের রাত্রীযাপন করতে হবে।’
সাম্প্রতিক সংখ্যালঘু হত্যার ঘটনাগুলোর সঙ্গে এর সম্পর্ক আছে বলে মনে করেন না নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনসি সাহাব উদ্দিন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা এখানে এসেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এই হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শুত্রু তা আছে কি না, চাঁদাবাজির ঘটনা আছে কি না তা আমরা খতিয়ে দেখছি। সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে কোনো মিল আছে বলে মনে হচ্ছে না।’
তবে নাটোর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সেকেন্দার আলী বলেছেন, ‘টাকা আদান-প্রদানের সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে কিছুটা মিল রয়েছে। জঙ্গিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে।’
বড়াইগ্রামের বনপাড়া এলাকায় আজ দুপুর ১২টার দিকে খ্রিস্টান মুদি দোকানি সুনীল গোমেজকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের সংবাদ সংস্থা আমাক এই খবর প্রচার করছে। এ ছাড়া জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।