শেরপুরে পিএইচপি কুরআনের আলোর বাছাই সম্পন্ন
শেরপুরে এনটিভির রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলোর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ বাছাই পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শেরপুরের স্থানীয় হজ ও ওমরাহ প্রশিক্ষণ কেন্দ্র।
আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়ার হেফজখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার বাছাই পর্বে প্রথম হয়েছে তেরাবাজার মাদ্রাসার ছাত্র ইমরান আহমেদ। দ্বিতীয় হয়েছে আলহেরা ইনস্টিটিউটের ছাত্র আলিফ হোসাইন। তৃতীয় হয়েছে ইকরা মাদ্রাসার ছাত্র খায়রুল বাশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল ওয়াদুদ অদু। বিশেষ অতিথি ছিলেন শেরপুর বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন ও শেরপুর মিডিয়া বিডির চেয়ারম্যান কাকন রেজা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু বকর, মাওলানা হযরত আলী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়ার উপাধ্যক্ষ মাওলানা ছিদ্দিক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হজ ও ওমরাহ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আলহাজ শাহিনুর রহমান।