রমজানে মিলছে না শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে না রমজানে। এ কথা জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ ব্যবহারে সংযম পালনের আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ‘রিপাওয়ারিং’ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নসরুল হামিদ এ কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশন বন্ধ থাকবে বিকেল ৩টা থেকে রাত ১০টা আর রাত ৮টায় দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নসরুল হামিদ বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার একটা প্রতিশ্রুতি তো আমাদের আছেই। তবে এ মুহূর্তে আমি বলব না যে ১০০ ভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আমরা আপনাদের দিতে পারব।’
নসরুল হামিদ বলেন, ‘সিএনজি পাম্প আমরা কখন চালু করব, গ্যাস আমরা কীভাবে ব্যবহার করব বিশেষ করে মার্কেটগুলোতে বিদ্যুৎ আমরা কীভাবে ব্যবহার করব আশা করছি গ্রাহকরা তা মেনে চলবেন। যারা গ্রাহক, তাদের কিছুটা হলেও সংযম করা উচিত।’
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ ৮ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে গতকাল রোববার।
এ ছাড়া রিপাওয়ারিং চুক্তির ফলে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ ২০১৮ সালের মধ্যে মূল গ্রিডে যোগ হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।