মধ্যবর্তী নির্বাচন করার চিন্তা নেই : ওবায়দুল কাদের
আপাতত দেশে জাতীয় নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচন করার কোনো চিন্তাভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হবে। জাতীয় সংসদ নির্বাচনও সময়মতো হবে।’
আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট সংযোগ সড়কের সংস্কারকাজ পরিদর্শন করতে এসে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ এবং সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ মার্চ রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) এক সভায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছিলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের পর যেকোনো সময়ে আরেকটি নির্বাচন হতে পারে, যাতে অংশ নিতে পারে সব রাজনৈতিক দল।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের আজ আবারো বিএনপিকে নাশকতা ছেড়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন। ঠিকাদার ও প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসন্ন রোজা, ঈদ ও বর্ষা মৌসুমের আগেই দেশের চলমান সব সড়ক-মহাসড়কের কাজ শেষ করার টার্গেট দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে কার্যাদেশ বাতিল করা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে যারা বারবার গাফিলতি করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে।’
এ সময় পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।