নরসিংদীতে ‘অপহৃত’ শিশু উদ্ধার, ২ নারী গ্রেপ্তার
নরসিংদীতে এক মাস বয়সী এক শিশু উদ্ধারসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলার মাধবদী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন জেলার মনোহরদী উপজেলার মাতুশাল গ্রামের নজরুলের স্ত্রী নিলুফা(২৮) ও বিলাসদী গ্রামের জসিম উদ্দীনের স্ত্রী চম্পা (২৫)। তাঁদের আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার শিশুটির মা রহিমা আক্তারের করা অভিযোগের ভিত্তিতে বেলাব থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব তাঁদের গ্রেপ্তার করেন।
রহিমা আক্তার জানান, সম্প্রতি তাঁর এক মাসের সন্তানকে নিয়ে বেলাব উপজেলার রহিমের কান্দি গ্রামে এক কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফেরার পথে নিলুফা ও চম্পা নামের দুই নারী কৌশলে শিশুটিকে তাঁর কাছ থেকে নিয়ে যান। এরপর তিনি বেলাব থানায় সাধারণ ডায়েরি করেন।
নিলুফার দাবি, রহিমা আক্তার তাঁর পূর্ব পরিচিত। তিনি শিশুটিকে দান করেছেন। অপহরণের ঘটনা সাজানো।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা করা হয়েছে। আজ গ্রেপ্তার হওয়া চম্পা ও নিলুফাকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।