পাবনায় মা সমাবেশ, সংবর্ধনা
পাবনা সদর উপজেলার শ্রীপুর খতিব আবদুল জাহিদ মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গিভেন্সি গ্রুপের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত এ সমাবেশে রত্নগর্ভা মা ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দেন গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি খতিব আবদুল জাহিদ মুকুল।
প্রতিবছরই এই স্কুলে গিভেন্সি গ্রুপের উদ্যোগে মায়েদের সমাবেশ ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রায় ৮০০ মাকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় এই স্কুল থেকে ৩৩ ছাত্রছাত্রী জিপিএ ৫ পায়।
খতিব আবদুল জাহিদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গিভেন্সি গ্রুপের পরিচালক মাসুমা খাতুন লিপা। এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মির্জা গোলাম মোহাম্মদ বেগ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক মো. ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ আল-আমিন, আবদুল কাদের মাস্টার, স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাজী জালাল উদ্দিন, কাজী আবদুল মজিদ প্রমুখ।