বরগুনায় মিতু হত্যার প্রতিবাদে মানবন্ধন
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুসহ দেশব্যাপী জঙ্গিদের দ্বারা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বরগুনা জেলা কমিউনিটি পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় কমিউনিটি পুলিশের আয়োজনে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বরগুনা জেলা কমিউনিটি পুলিশের সদস্য ছাড়াও নানান শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডসহ সব হত্যার নিন্দা জানিয়ে কোনো ধরনের জঙ্গিবাদকে এ দেশের মাটিতে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।
জঙ্গি নির্মূলে দক্ষতার সাথে কাজ করার জন্য জঙ্গিরাই মিতুকে হত্যা করেছে জানিয়ে তাঁরা বলেন, একজন নিরীহ গৃহবধূকে তাঁর সন্তানের সামনে হত্যা কারোই কম্য নয়। কোনো সভ্য দেশের মানুষ এটা মেনে নিতে পারে না। তাই মিতু হত্যাকাণ্ডসহ সব হত্যার রহস্য দ্রুত উদঘাটন করে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল মোতালেব মৃধা, সহসভাপতি আনিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝন্টু, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি আবদুল আলীম হিমু, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস, পৌর কমিউিনিটি পুলিশের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, লোক বেতারের স্টেশন ম্যানেজার ও বরগুনার জ্যেষ্ঠ সাংবাদিক মনির হোসেন কামাল, কমিউনিটি পুলিশের সদস্য হোসনেয়ারা হাসি, নারী নেত্রী হোসানে আরা চম্পা প্রমুখ।