নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রাকিব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবের বাড়ি লোহাগড়ার চাঁচই গ্রামে। তাঁর বাবার নাম মোকলেস হোসেন।
পুলিশের ভাষ্য, ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে রাকিব নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের সময় উপপরিদর্শক (এসআই) মিজানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের দাবি, রাকিবের নামে লোহাগড়া ও নড়াইল থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গতকাল দিবাগত রাতে দিঘলিয়া দক্ষিণপাড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল লোক। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
গোলাগুলির একপর্যায়ে ঘটনাস্থলে রাকিবকে পড়ে থাকতে দেখা যায়। পরে আহত অবস্থায় তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।