নরসিংদীতে ট্রাক-সিএনজির সংঘর্ষ, দুজন নিহত
নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে নরসিংদী-টঙ্গী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—কিশোরগঞ্জের ভৈরব এলাকার সিদ্দিক মিয়া (৫০) ও নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া এলাকার রুহুল আমিন (৪৫)। তাঁদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত দুজনের মধ্যে অটোরিকশার চালক রুবেল মিয়া রয়েছেন। তাঁকে গুরুতর আহত অব্স্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, নরসিংদীর পাঁচদোনা থেকে মালবোঝাই একটি ট্রাক ঘোড়াশাল যাচ্ছিল। ট্রাকটি নরসিংদী-টঙ্গী মহাসড়কের নগর পাঁচদোনা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী বাংলাদেশ জুট মিলের হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা রুহুল আমিন নিহত হন। আহত হন অটোরিকশার চালকসহ অপর তিন যাত্রী।
ওসি জানান, গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক ও যাত্রীদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেক যাত্রী সিদ্দিক মিয়া মারা যান।
ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করা হয়েছে।