মানিকগঞ্জে পিএইচপি কুরআনের আলোর বাছাই অনুষ্ঠিত
প্রতিভার সন্ধানে পিএইচপি কুরআনের আলো, ২০১৫-এর হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আয়োজনে শহরের বান্দুটিয়া এলাকায় ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার ১০টি মাদ্রাসার ১৫ জন ছাত্র এই প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে পাঁচজন ইয়েস কার্ড বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এদের মধ্যে কৃষ্ণপুর দারুল উলুম মাদ্রাসার হাফেজ আতিকুর রহমান প্রথম, পুড়রা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ নাইমুল ইসলাম সাকিব দ্বিতীয়, কৃষ্ণপুর দারুল উলুম মাদ্রাসার হাফেজ মো. সাইদুল ইসলাম তৃতীয়, চর বেউথা দারুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার মো. আবদুল্লাহ চতুর্থ এবং সিংগাইর গোবিন্দল মাদ্রাসার হাফেজ মো. আবদুর রাজ্জাক পঞ্চম হয়েছে।
প্রতিযোগিতা অনুষ্ঠানে ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।অন্যান্যের মধ্যে হাফেজ জাকির খান, মাওলানা ইয়াহিয়া, হাফেজ গনি উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন হিফজুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় হাফেজ মাওলানা ইয়াকুব আবদুল্লাহ।