মানিকগঞ্জ চেম্বারের এজিএম অনুষ্ঠিত
মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের পরিচিতি ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) শহরের ডায়মন্ড কনভেনশন সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে চেম্বার অব কমার্সের সভাপতি সুদেব সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, চেম্বারের পরিচালক সুলতানুল আজম খান প্রমুখ।
অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের দুই সিআইপি পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু ও রফিকুল ইসলাম পরানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বক্তারা বলেন, রাজধানীর অতি কাছে হওয়া সত্ত্বেও শুধু পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় মানিকগঞ্জে তেমন কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এ সমস্যার সমাধান হলে শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হবে এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব হবে।