আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে পিটিয়ে হত্যা
নরসিংদীর মাধবদীতে আবুল হোসেন (৫২) নামের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনীপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল হোসেন পাশের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শখেরগাঁও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দুজন ব্যক্তি আবুল হোসেনকে বেধম মারপিট করার পরই তাঁর মৃত্যু হয়। তবে ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্বর্পনীপুর গ্রামে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে স্থানীয় একটি পুকুরপাড়ে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শিল্পী আক্তারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ওই সময় আবুল হোসেন ওই নারীর পক্ষ নিয়ে কথা বললে ওই দুই ব্যক্তি তাঁকে জাপটে ধরে মারধর করে। স্থানীয় লোকজন কারণ জানতে চাইলে তাঁরা নিজেদের ডিবির লোক বলে পরিচয় দেয়। ওই সময় আবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে হামলাকারী দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আবুল হোসেনের মৃতদেহ দেখতে পায়। সংবাদ পেয়ে রাতে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত আবুল হোসেনের দুই ছেলে এক মেয়ে। তিনি ট্রাক চালানোর পাশাপাশি হেরোইন সেবন করতেন। স্বর্পনীপুর গ্রামের মাদক ব্যবসায়ী শিল্পী আক্তারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘নিহত ব্যক্তিকে মারধর করা দুই ব্যক্তি স্থানীয় লোকজনের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েছে। তবে তারা আমাদের পুলিশের কেউ নয়, এমনকি ডিবি পুলিশও নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এখনো তাদের চিহ্নিত করা যায়নি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও জড়িতদের চিহ্নিত করতে পারলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হবে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এই ব্যাপারে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ডিবি কখনো দুজনে মোটরসাইকেলে অভিযান চালায় না। মাইক্রোবাস দিয়ে অভিযানে যায়। অপরাধীরা নিজেরা বাঁচতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিতে পারে।’