বিএনপি নেতা শামীম হত্যার ঘটনায় মামলা
নরসিংদীর শিবপুরে বিএনপি নেতা শামীম মিয়াকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহতের মা সামসুন নাহার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে এ হত্যা মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, কে বা কারা শামীমকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর শামীম মিয়ার লাশ বাড়ির পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। খুনের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ জানান, নিহত শামীম মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত এবং আর্থিক লেনদেন নিয়ে অনেকের বিরোধ থাকতে পারে বলে জানা গেছে। এ ছাড়া তিনি বিদেশে লোক পাঠানোর ব্যবসাও করতেন। সেই সূত্র ধরে কারো সঙ্গে বিরোধ হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া কান্দাপাড়া এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠন জিয়া পরিষদের আহ্বায়ক শামীম মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা শামীম মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। স্ত্রী পারুল বেগম সন্তানসম্ভবা হওয়ায় শামীম বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যান।
পরদিন শুক্রবার সকালে পথচারীরা বাড়ির পাশে শামীমের লাশ দেখতে পায়। স্থানীয়রা পরে ঘরের বেড়া কেটে নিহতের স্ত্রীকে বের করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।