পাবনার সাংবাদিক আবদুল মজিদ দুদু আর নেই
পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য, দৈনিক নয়া দিগন্ত ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি আবদুল মজিদ দুদু (৫৪) আর নেই। আজ শনিবার দুপুর সোয়া ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা জানান, সাংবাদিক আবদুল মজিদ দুদু আজ সকাল ৭টার দিকে শহরের চারতলা মোড়ের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দুপুর পৌনে ২টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে সোয়া ২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে আবদুল মজিদ দুদুর মৃত্যুতে পাবনায় কর্মরত সাংবাদিকসহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আবদুল মজিদ দুদুর বাড়ি সদর উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল মজিদ বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি, আঞ্চলিক বার্তা সংস্থা পিপ-এর সম্পাদক এবং পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ছিলেন। পাবনার বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে তিনি সদা হাস্যোজ্জ্বল ও প্রিয়ভাজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
আবদুল মজিদের মৃত্যুতে স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা চেম্বারের সভাপতি আলহাজ আবদুল লতিফ বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, মাসপো গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবদুল মজিদ বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক আলী মোর্তুজা সনি বিশ্বাস, রানা প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপারের চেয়ারম্যান রুহুল আমিন রানা বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি ও সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম ফজলুর রহমান, সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আবদুল মজিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী থেকে মৃতদেহ পাবনায় আনার পর জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হবে।