লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মনির হোসেনকে (৩২) গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মনির হোসেন বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে এবং ৯ নম্বর কাশিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টার দিকে এলাকার একটি চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন মনির। এ সময় তাঁর বাড়ির সামনে ওত পেতে থাকা ছয়-সাত দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
বশিকপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম জানান, গুলিবিদ্ধ মনির হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নিশান জানান, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে স্থানীয় লাদেন মাছুম বাহিনীর সন্ত্রাসীরা যুবলীগ নেতা মনিরকে গুলি করেছে।