পটুয়াখালীতে হত্যা মামলায় একজনের ফাঁসি
পটুয়াখালীর সদর উপজেলার আমতলীর নাচনাপাড়ার মোটরসাইকেলচালক আবদুস সালাম হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবির আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসাদুল মুন্সির (২৮) বাড়ি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি রাত ১১টায় আবদুস সালামকে তাঁর বাড়ি থেকে যাত্রা দেখার নাম করে ডেকে আনেন আসামি আসাদুল মুন্সি। মোটরসাইকেলের লোভে আসাদুল উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামের চৌকিদার বাড়ির সামনে সালামকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে সালামকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাঁকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথে দপদপিয়া ফেরিঘাটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বারেক সিকদার বাদী হয়ে পরের দিন ১৩ ফেব্রুয়ারি সদর থানায় আসাদুল মুন্সিকে আসামি করে হত্যা মামলা করেন। ১৪ ফেব্রুয়ারি পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ মামলায় ২৮ জন সাক্ষ্য দেয়।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আরিফুল হক টিটু ও আসামিপক্ষে শংকর লাল কর্মকার মামলা পরিচালনা করেন।