মানিকগঞ্জে ঘর ভেঙে একজন নিহত
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বনগ্রাম এলাকায় ঘর ভেঙে সন্ধী বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে প্রতিবেশীরা তাঁর লাশ উদ্ধার করেন। সন্ধী ওই এলাকার মৃত আজমত আলীর স্ত্রী।
খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই এলাকার প্রচণ্ড ঝড় হয়। এ সময় সন্ধী বেগম নিজ ঘরে ছিলেন। ঝড়ে তাঁর ঘরের টিনের চালে একটি ১৩ মাথাবিশিষ্ট খেজুরগাছ ভেঙে পড়ে। এতে টিনের ঘরটি ভেঙে পড়লে তিনি নিহত হন। আজ সকালে প্রতিবেশীরা ভাঙা ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে।
গতকাল রাজধানীসহ উত্তরাঞ্চলের পাঁচ জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় ঝড় ও বজ্রপাতে কমপক্ষে ১২ জন নিহত হন। আহত হন আরো অনেকে। ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।