মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জে ১০৫টি ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শহরের মানিকপুর এলাকা থেকে শরীফ মিয়াকে আটক করা হয়। আজ রোববার সকালে এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা শরীফকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।