মুন্সীগঞ্জে যুবকের হাত কেটে দিল দুর্বৃত্তরা
মুন্সীগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবদুল করিম (৩৫) নামে যুবকের ডান হাত বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। শরীরের অন্যান্য অংশেও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাছে চরকিশোরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। আবদুল করিম নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা গ্রামের বাসিন্দা।
করিমের মামা কামাল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় করে মুন্সীগঞ্জ শহরের উদ্দেশে রওনা দেন করিম। শহরের চরকিশোরগঞ্জ সড়কে ১০-১২ জন দুর্বৃত্ত অটোরিকশার গতি রোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে করিমকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়।
স্থানীয় এলাকাবাসী যুবককে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাইয়ুম তালুকদার এনটিভি অনলাইনকে জানান, যুবকের ডান হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথাসহ যুবকের শরীরের ১০-১২টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
বিকেলে আশঙ্কাজনক অবস্থায় করিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মুন্সীগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা দায়ের করতে হবে। মুন্সীগঞ্জ পুলিশের করার কিছু নেই।’