নরসিংদীতে ছয় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
নরসিংদীতে প্রায় ছয় হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর এলাকায় অভিযান চালিয়ে এ সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নরসিংদী তিতাস গ্যাসের অঞ্চলিক বিক্রয় কেন্দ্রে ব্যবস্থাপক তওহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় শিবপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খাতুন কেয়ার নেতৃত্বে অর্ধ শতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে।
তিতাসের নরসিংদী আঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী তাইফুর রহমানের নেতৃত্বে একটি কারিগরী দল মাটি খুঁড়ে প্রায় এক হাজার ৮০০ ফুট ২ ইঞ্চি ব্যসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। খুব নিম্ন মানের লোহার পাইপ থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে স্থাপন হওয়া তিতাসের উচ্চ চাপের সরবারহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিয়ে প্রায় ছয় হাজার বাড়িতে গ্যাস দেওয়া হয়। এতে সরকার প্রতি মাসে প্রায় ৩০ লাখ টাকার মতো রাজস্ব থেকে বঞ্চিত হয়ে আসছিল। এই সুযোগে কতিপয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়। অবৈধ সংযোগ নেওয়া ও সরকারি সম্পদের ক্ষতিসাধনের জন্য মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নরসিংদী তিতাস গ্যাস বিক্রয় কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আবদুল আহাদ। তিনি বলেন, ‘আমাদের অভিযান চলতে থাকবে। নরসিংদীতে কোনো ধরনের অবৈধ গ্যাস সংযোগ থাকবে না।’