বালু ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ
ময়মনসিংহ শহরে মাসুম ইব্রাহীম খলিল (২৫) নামের এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মাসুম শহরের পাটগুদাম এলাকার শাহজাহানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় তাঁকে।
মাসুমের চাচা ও আওয়ামী প্রজন্ম লীগের জেলা আহ্বায়ক রেজাউল করিম রাসেল অভিযোগ করেন, রোববার রাতে কাচারী গোদারাঘাটে বালুমহালের অফিসে ঘুমিয়েছিলেন মাসুম। এ সময় তাঁর ব্যবসায়ী প্রতিপক্ষ সেলিম দলবল নিয়ে অস্ত্রের মুখে মাসুমকে ধরে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে নিয়ে যায়। সেখানে তাঁকে বেধড়ক মারধর করে তাঁর হাত-পা ভেঙে দিয়ে নদীর পশ্চিম পাড়ে কাচারী গোদারাঘাটে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ভোর ৫টার দিকে মাসুমকে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রেজাউল করিম আরো বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসুমকে আজ সকাল ৮টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যান তাঁর স্বজনরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে বালুমহাল নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সশস্ত্র মহড়া চলছিল।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেব।’