মঠবাড়িয়ায় বেইলি সেতু ভেঙে দুটি ট্রাক খালে, নিহত ১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩৫ মিটার দৈর্ঘ্যের একটি বেইলি সেতু ধসে পাথরবোঝাই দুটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকচালকের সহকারী মো. আসাদুল ইসলামের (২৫) মৃত্যু হয়। এ সময় আরো তিন শ্রমিক আহত হন।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের গুদিঘাটা নামক স্থানে এ সেতু ধসের ঘটনা ঘটে।
সেতু ধসের ফলে মঠবাড়িয়া-ঢাকা, মঠবাড়িয়া-বরিশাল, মঠবাড়িয়া-পিরোজপুর ও মঠবাড়িয়া-খুলনাসহ আটটি পথের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
নিহত আসাদুলের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। তাঁর পুরো পরিচয় এখনো মেলেনি।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট ১৭৪৯ ও যশোর-ট-১১২৭৬৮ নম্বরের দুটি ট্রাক সড়ক নির্মাণের পাথর বোঝাই করে মঙ্গলবার রাত ৯টার দিকে সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকা থেকে মঠবাড়িয়ার উদ্দেশে আসছিল। আজ সকাল সাড়ে ৬টার দিকে ট্রাক দুটি মঠবাড়িয়া-চরখালী সড়কের গুদিঘাটা নামক স্থানে ওই বেইলি সেতুতে উঠলে তা ভেঙে খালে পড়ে যায়। এ সময় একটি ট্রাকের চালকের সহকারী ট্রাকে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রাক দুটির চালকসহ অন্য শ্রমিকরা আহত অবস্থায় পালিয়ে যান।
খবর পেয়ে মঠবাড়িয়া, বরিশাল ও পিরোজপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।
দুই মাস আগে প্রায় ১৫ দিন যোগাযোগ বন্ধ রেখে ওই বেইলি সেতুর সংস্কারকাজ করা হয়েছিল।