ঝিনাইদহে ঝড়ে ৩০০ বাড়িঘর ও ফসলের ক্ষতি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০ গ্রামে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আঘাতে অন্তত ৩০০ বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ সোমবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
গ্রামের লোকজন জানান, শৈলকুপার সারুটিয়া, মির্জাপুর, কাচেরকোলসহ পাঁচ ইউনিয়নে আজ ভোরের দিকে হঠাৎ করে কালবৈশাখী ও শিলাবৃষ্টি আঘাত হানে। এ সময় ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের লোকজন। ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে বেশির ভাগ ঘরের চালা উড়ে যায়। গাছ পড়ে অন্তত ৩০০ বাড়িঘর ভেঙে যায়। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন। সকাল থেকে গ্রামগুলোর অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন।
সকালে গ্রামের লোকজন সড়কের ওপর থাকা গাছ সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমারসহ প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।