কুষ্টিয়ায় ব্যাপক শিলাবৃষ্টি, নিহত ২
কুষ্টিয়ায় ব্যাপক শিলাবৃষ্টিতে সদর উপজেলার দুটি গ্রামে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতের এই শিলাবৃষ্টিতে সদর ও মিরপুর উপজেলার ১০টি ইউনিয়নের হাজার হাজার ঘরের টিন নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কয়েক হাজার একর জমির ধান, সবজি, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সৈয়ব ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গত রাতে শিলাবৃষ্টির চাপে ঘরধসে ঘটনাস্থলেই মারা যান সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা দক্ষিণপাড়ার নিছারুন নেছা (৫০)। এ ছাড়া আফজালপুর দুর্গাপাড়া গ্রামে শিলার আঘাতে আরো এক ব্যক্তি মারা যান।
এদিকে, ব্যাপক শিলাবৃষ্টিতে সদর উপজেলার উজানগ্রাম, দহকুলা, দূর্বাচারা ও আইলচারা ইউনিয়নের ঘরবাড়ির পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান জানান, মিরপুর উপজেলার কুর্শা, আমবাড়িয়া, ছাতিয়ান, সদরপুর, আমলা ও পোড়াদহ ইউনিয়নে শিলাবৃষ্টিতে প্রায় দুই হাজার ঘরের টিন নষ্ট হয়ে গেছে। ধান, ভুট্টা, সবজিসহ কয়েক হাজার একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ নির্ধারণে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার প্রামাণিক ক্ষতিগ্রস্ত এলাকা জরিপে মাঠে নেমেছেন।