‘তাঁর লাশ যেন শেরপুরে আনা না হয়’
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নুরুল ইসলাম হীরু। কামারুজ্জামানের লাশ যেন শেরপুরে আনা হয় সে আহ্বানও জানান তিনি।
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড পুনর্বহালে আদালতের আদেশের পর আজ সোমবার দুপুরে এনটিভি অনলাইনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন হীরু। তিনি বলেন, ‘এর আগেও আমরা বলেছি, তাঁর লাশ আমরা শেরপুরে দাফন করতে দেব না। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ তাদের আমরা এর আগে আহ্বান জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বলেছি, তাঁর লাশ যেন শেরপুরে না আনা হয়। নইলে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ধর্মঘট, অবরোধ, হরতালসহ মিছিল-মিটিং করে এটা আমরা প্রতিহত করব। এটাই আমাদের ঘোষণা।’
কামারুজ্জামানের ফাঁসির দণ্ড বহাল থাকায় মুক্তিযোদ্ধারা দুপুরে জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেছেন।এ ছাড়া শেরপুর জেলা ছাত্রলীগও আনন্দ মিছিল করেছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হাসান উৎপলের নেতৃত্বে রায়কে স্বাগত জানিয়ে মিছিলটি শেরপুর শহর প্রদক্ষিণ করে।