মাধবদীর মেয়রকে ক্ষমা চাওয়ার আহ্বান
নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহার সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী ভাগবৎ আশ্রমে এক প্রতিবাদ সভায় এই আহ্বান জানানো হয়।
নরসিংদী পৌরসভার কাউন্সিলর ও জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি তারাপদ সাহা ভূষণের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক দীপক সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, মাধবদী পৌরসভার প্যানেল মেয়র গৌতম ঘোষ, কাউন্সিলর পরিমল ঘোষ, স্বপন ধর, অধ্যাপক অনিল সাহা, অনিল ঘোষ, ডা. সুদর্শন বিশ্বাস, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সাহা, যুগ্ম সম্পাদক বিনয় সাহা প্রমুখ।
বক্তারা ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির সঙ্গে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের অশোভন আচরণে তাঁরা বিস্মিত। এ জন্য মেয়রকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় হিন্দু সম্প্রদায়ের লোকজন এর প্রতিবাদে আন্দোলনে নামতে বাধ্য হবে। একই সঙ্গে বিষয়টি সম্মানজনক সমাধান করার জন্য জেলার দায়িত্বপ্রাপ্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) ও নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুলের সহযোগিতা কামনা করেন।
গত বুধবার রাতে মেয়র মানিক মাধবদী পৌরসভার পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে রঞ্জিত সাহার সঙ্গে অশোভন আচরণ করেন।
এই ব্যাপারে জানতে চাইলে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, ‘আমি ওনাকে (রঞ্জিত সাহাকে) অপমান করে কোনো কথা বলিনি। তবুও আমার কোনো কথায় উনি মনে ব্যথা পেয়ে থাকলে আমি দুঃখিত। কেউ ওনাকে ভুল বোঝাচ্ছে।’