মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ পরীক্ষার্থীর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা এক এসএসসি পরীক্ষার্থীর লাশ আজ সোমবার উদ্ধার করেছে পুলিশ।
এ নিয়ে ট্রলারডুবিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ছয়। এর আগে গত বৃহস্পতিবার চারজন ও গত শুক্রবার নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা শিক্ষার্থীর নাম মো. ফয়েজ মিয়া (১৭)। সে গজারিয়া উপজেলার ফরাজিকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে। ফয়েজ এবার এসএসসি পরীক্ষা অংশ নেয়।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, আজ দুপুর দেড়টার দিকে নৌ-দুর্ঘটনাস্থলের অদূরে উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীতে ভেসে উঠলে ফয়েজের লাশ উদ্ধার করে পুলিশ। বিকেল ৩টার দিকে ফয়েজের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার রাত ৯টার দিকে গজারিয়ার বসুরচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে চাঁদপুরের উত্তর মতলবের বেলতলী এলাকার সোলায়মান ফকির লেংটার মেলাগামী যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে।