বসুন্ধরা চেয়ারম্যানসহ ছয়জনকে আত্মসমর্পনের নির্দেশ
কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানসহ ছয়জনকে আত্মসমর্পনের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন। আগামী তিন সপ্তাহের মধ্যে তাঁদের আদালতে আত্মসমর্পন করতে হবে।
পাশাপাশি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত লিভ টু আপিল গ্রহণ করেছেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির জানান, আদালত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাঁর স্ত্রী বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম, তাঁদের তিন ছেলে- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, গ্রুপের পরিচালক সাদাত সোবহান ও সাফায়েত সোবহান এবং নিরীক্ষা সংস্থার প্রধান এম এম কুদ্দুসকে আত্মসমর্পন করতে বলেছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, উপ কর কমিশনার কবির উদ্দিন ভুঁইয়া ২০০৭ সালের ২৫ জুলাই কর ফাঁকির অভিযোগ এনে ঢাকার বিশেষ আদালতে বসুন্ধরা গ্রুপের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালত বসুন্ধরা ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের এই পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যেককে আট বছর করে কারাদণ্ডাদেশ দেন। একইসঙ্গে কর ফাঁকিতে সহায়তা করায় নীরিক্ষা কর্মকর্তা কুদ্দুসকেও সাজা দেওয়া হয়।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ দণ্ডপ্রাপ্তরা ২০১১ সালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। একই বছর শুনানি শেষে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরে রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়।