বাসচাপায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত
লালমনিরহাটে বাসচাপায় এক অটোরিকশাচালক ও তাঁর পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা অটোরিকশায় ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার সেলিমনগরে লালমনিরহাট-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক ফারুক (৪৫), তাঁর স্ত্রী আনোয়ারা (৩৮), মা জোবেদা (৭০), ভাতিজি পারুল (৩৪) ও পারুলের মেয়ে লাম্মি (১২)। তাঁদের সবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রামে।
নিহত ব্যক্তিদের এক স্বজন জানান, নিহতরা কুড়িগ্রামে থাকা আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন।
লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি বাস লালমনিরহাট সদর উপজেলার সেলিমনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন মারা যান। আহত অবস্থায় অপর দুজনকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।