পাঁচ দফা দাবিতে পাটকল শ্রমিকদের স্মারকলিপি
পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদানসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে।
আজ মঙ্গলবার সকালে এসব পাটকলের শ্রমিকরা কারখানার সামনে সমাবেশ করেন। পরে তাঁরা খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
শ্রমিক নেতারা জানান, রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদ খুলনা-যশোর অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। খালিশপুরের ক্রিসেন্ট জুটমিল, প্লাটিনাম জুটমিল, খালিশপুর জুটমিল, দিঘলিয়ার স্টার জুটমিল, আটরা শিল্প এলাকার আলীম জুটমিল, ইস্টার্ন জুটমিল, নওয়াপাড়া শিল্প এলাকার জে জে আই জুটমিল, কার্পেটিং জুটমিলের শ্রমিকরা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কারখানার গেটে সমাবেশ করেন।
পরে মিছিল নিয়ে শ্রমিকরা খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের কাছে স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. দ্বীন ইসলাম, রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. সোহরাব হোসেন, শ্রমিক নেতা মুরাদ হোসেন, আবু জাফর, মোহাম্মদ হোসেন, মো. মোল্লা আ. রশিদ, ইউনুস হাওলাদার, চান মিয়া সেলিম, মো. বাচ্চু মিয়া, আবু হানিফ, হামিদ ফারুক, ইসমাইল হোসেন প্রমুখ।