খুলনার মেয়রের বিরুদ্ধে আ.লীগ নেতাদের অভিযোগ
খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেকসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান বলেন, সিটি মেয়র মনিরুজ্জামানকে ফোন করলে তিনি অসুস্থ বলে দাবি করেন। খুলনার উন্নয়নের কাজ স্থবির হয়ে পড়েছে, যাও হচ্ছে তা খুবই নিম্নমানের। কাউন্সিলর আর প্যানেল মেয়ররা ঠিকাদারি কাজ ভাগাভাগি করে নিচ্ছেন। করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ নিম্নপদস্থ কর্মকর্তারা মানেন না।
মিজানুর রহমান মেয়র মনিরুজ্জামানকে চরম অযোগ্য দাবি করে বলেন, ‘মেয়র মনিরুজ্জামান মনির মেয়ের জামাই সিটি করপোরেশনের ঠিকাদার হয়েছেন। বড় বড় ঠিকাদারি কাজ মেয়রের সেই জামাই নিয়ে নিচ্ছেন।’
মিজানুর রহমান আরো বলেন, ‘বিপুল পরিমাণ লোকবল থাকার পরও নগরীর ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে না। নগরীর বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ জমে সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সারা শহর বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অথচ সিটি করপোরেশনের যেন কোনো মাথাব্যথাই নেই।’
এ ব্যাপারে মেয়র মনিরুজ্জামানের অফিসে টেলিফোন করলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা শাহ মো. আল সানি জানান, মেয়র সাহেব বাসায় আছেন। পরে মুঠোফোনে মেয়রের সাথে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।