লক্ষ্মীপুরে গুলিতে একজন নিহত
লক্ষ্মীপুরের স্থানীয় দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় মোহাম্মদ আলী ওরফে মমা নামের একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মমার বাড়ি উত্তর জয়পুর ইউনিয়নের গনেশামপুর গ্রামে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েত কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী জসিম ও বিপ্লব বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে বিপ্লব বাহিনীর সদস্য মমা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এএসপি।