দোকানে কাভার্ডভ্যান, পল্লীচিকিৎসক নিহত
রাজবাড়ীর গোয়ালন্দে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ওষুধের দোকানে ঢুকে গেলে জয়নাল সরদার (৩৫) নামের একজন নিহত হন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল পেশায় একজন পল্লীচিকিৎসক। তিনি দৌলতদিয়ার বলাই সরদারের ছেলে।
দৌলতদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, ওষুধবাহী কাভার্ডভ্যানটি পাটুরিয়া থেকে ফেরিতে করে দৌলতদিয়াঘাটে নামে। ফেরিঘাট থেকে বের হওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশের ওষুধের দোকানে ঢুকে পড়ে। দোকানে ঘুমিয়ে থাকা পল্লীচিকিৎসক জয়নাল নিহত হন।
হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক হাসান আলী বেপারীকে আটক করে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা করা হয়েছে।