বান্দরবানে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
বান্দরবানে যাত্রীবাহী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উসে প্রু মারমা (১৯) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আরো একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার সকালে রোয়াংছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুচ সাত্তার জানান, রোয়াংছড়ি থেকে যাত্রীবাহী মোটরসাইকেলে করে বান্দরবান জেলা শহরে যাওয়ার সময় এটি ভাঙ্গামুড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা উসে প্রু মারমা ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি রোয়াংছড়ি উপজেলার চক্ষুপাড়ায়। এ ঘটনায় সাইকেলের চালক মং থোয়াই আহত হন।