মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত, আহত ৬
নরসিংদীর শিবপুর উপজেলায় মাইক্রোবাস ও পাথরবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কুন্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত ব্যক্তিরা হলেন—নেত্রকোনার চিকিৎসক বিজন চন্দ্র সাহা (৪০), কিশোরগঞ্জের চিকিৎসক মোস্তাফিজ (৩২), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক তানভীর (৩৫), ঢাকার চিকিৎসক স্মৃতি (৩৫), নেত্রকোনার অনিমা সাহা (৫৫) ও লাকী (১৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে সিলেটে যাচ্ছিল একটি মাইক্রোবাস। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।