শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ১৫ ঘণ্টা পর ফেরি উদ্ধার
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে মাঝপদ্মায় ডুবোচরে আটকা পড়া ফেরি ‘থোবাল’কে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় ১৫ ঘণ্টা পর উদ্ধারকারী টাগ জাহাজ আইটি ৩৯৫’-এর মাধ্যমে ফেরিটি উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে মাঝপদ্মায় লৌহজং টার্নিংয়ে ডুবোচরে আটকা পড়ে ফেরি ‘থোবাল’। শিমুলিয়া ফেরিঘাট থেকে যাত্রীবোঝাই বাস ও পণ্যবাহী ট্রাকসহ ১৩টি যানবাহন নিয়ে ফেরিটি কাওরাকান্দি ঘাটের দিকে যাচ্ছিল।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)-এর সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) শেখর চন্দ্র রায় ডুবোচরে আটকা ফেরি থোবাল উদ্ধারের কথা জানিয়ে এনটিভি অনলাইনকে বলেন, ‘রাতের মধ্যেই ফেরি থোবালের যাত্রীদের অন্য ফেরিতে করে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।’