মানিকগঞ্জ থেকে অপহৃত শিশু বগুড়ায় উদ্ধার, গ্রেপ্তার ১
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে অপহৃত শিশু আল-রাফিকে (৩) উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোনে অনুসরণ (ট্র্যাকিং) করে পুলিশ অপহরণের তিনদিন পর গতকাল মঙ্গলবার রাতে বগুড়ার সান্তাহার রেলস্টেশন থেকে তাকে উদ্ধার করে।
অপহরণে জড়িত থাকার অভিযোগে পুলিশ বগুড়ার শাজাহানপুর উপজেলার শেলদুখারী গ্রামের মিন্টু প্রামাণিককে (২৬) গ্রেপ্তার করেছে। রাফি মানিকগঞ্জের ঘিওর উপজেলার চৌবাড়িয়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, মিন্টু কৃষিশ্রমিকের কাজ করেন। এবারের ইরি-বোরো মৌসুমে তিনি মানিকগঞ্জে কাজ করতে আসেন। রুস্তম কৃষিকাজের জন্য তাঁকে বাড়িতে নিয়ে যান।
গত শনিবার দুপুরে রুস্তম স্ত্রী-পুত্র ও মিন্টুকে সঙ্গে নিয়ে ফলসাটিয়া গ্রামে বেড়াতে আসেন। ১টার দিকে মিন্টু চকলেট খাওয়ানোর কথা বলে রাফিকে বাড়ির বাইরে নিয়ে যান। এর পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মিন্টু রাফির পরিবারের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় রাফির বাবা শিবালয় থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, মিন্টুর মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে অনুসরণ করে শিবালয় থানা পুলিশের একটি দল বগুড়া রেলস্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে মিন্টুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হারুণ অর-রশিদ জানান, মিন্টুকে আজ বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তিনি শিশু অপহরণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। পরে তাঁকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। আর শিশু রাফিকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।