নিখোঁজের ২ দিন পর নড়াইলে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামে নিখোঁজ স্কুলছাত্রী মেঘলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। মেঘলা নোয়াগ্রামের নজরুল মোল্লার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মেঘলা বাড়ির পাশে ঘুরতে যায়। পরে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা শনিবার সকালে বাড়ির পাশের একটি জমিতে মেঘলার মৃতদেহ দেখতে পান। পরে দুপুরে তার লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেঘলার ভাই ইয়ামিন জানান, তাঁর বোনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।