মুন্সীগঞ্জের ১৪ ইউনিয়ন ২১ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন
ঝড়ো হাওয়ায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও সরবরাহ তার ছিঁড়ে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ১৪টি ইউনিয়ন ২১ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুর্ভোগের কবলে পড়েছেন প্রায় ৪৪ হাজার গ্রাহক।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকের ঝড়ে সিরাজদীখান উপজেলার বিভিন্ন স্থানে ১৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে এবং শতাধিক স্থানে সরবরাহ তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিরাজদীখান উপজেলা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দেব কুমার মালো বলেন, উপজেলার শেখরনগর, চিত্রকোট, রাজানগর, কেয়াইন, বাসাইল, রশুনিয়া, লতুব্দী, বয়রাগাদি, জৈনশার, মালখানগর, কোলা, মধ্যপাড়া, বালুরচর ও ইছাপুরা ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
দেব কুমার আরো বলেন, বুধবার বিকেল ৪টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ করা যায়নি। এতে টানা ২১ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। ভেঙে পড়া খুঁটি মেরামত এবং ছিঁড়ে যাওয়া সরবরাহ তার পরিবর্তন করে বৃহস্পতিবার নাগাদ বিদ্যুৎ নিশ্চিত করা যাবে বলে তিনি আশা করেন।