নেত্রকোনায় শুরু হলো দুদিনব্যাপী ডিজিটাল মেলা
সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে ই-সেবা প্রদানে উৎসাহিত করা এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ই-সেবার সঙ্গে পরিচিত করার লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলায় শুরু হয়েছে দুদিনব্যাপী ডিজিটাল মেলা।
বুধবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। পরে উপজেলা নির্বাহী অফিসার মোস্তারী কাদেরীর সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীন, ভাইস চেয়ারম্যান আবদুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ উপজেলার সব কর্মকর্তা।
দুদিনব্যাপী মেলায় ২০টি স্টল অংশ নিচ্ছে।