মেহেরপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ৩
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে নিহত তিনজন হলেন সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ফারুক (৩৬), রফিক (২৫) ও গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের শরিফুল ইসলাম (৪০)। তাঁদের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ এনটিভিকে জানান, কাল রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর গ্রামে ১০-১২ জনের একদল ডাকাত প্রবেশ করে।
তারা রাজাপুরের একটি মাঠে শসাখেতের পাহারাদারকে ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয়। পরে ওই পাহারাদার গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। খবর পেয়ে গ্রামবাসী প্রতিরোধ করতে গেলে ডাকাত দল তাদের লক্ষ্য করে পাঁচটি বোমা ছোড়ে। এগুলোর চারটিই বিস্ফোরিত হয়। এ সময় গ্রামবাসী ধাওয়া করে মাঠের ভেতর থেকে তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেয়।
আজবাহার আলী শেখ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীর হাত থেকে তিন ডাকাতকে উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অন্য দুজনের মৃত্যু হয়। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।