ঝড়ে ক্ষতি, মুন্সীগঞ্জের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন
ঝড়ের পর দুদিন পার হলেও মুন্সীগঞ্জের মাত্র ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। গত মঙ্গলবারের এই ঝড়ে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে ১১ কেভি লাইনের ৬৫টি খুঁটি ভেঙে গেছে।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জাকির হোসেন জানান, ঝড়ে জেলায় ৬৫টি খুঁটি ভেঙে পড়েছে। এর মধ্যে শ্রীনগরে ২২টি, লৌহজংয়ে ১৩টি ও সিরাজদীখানে ১২টি ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তার। সদর উপজেলা ও বড় বাজারগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে দুই থেকে তিনদিনের মধ্যে সব জায়গায় চালু করা হবে।
মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. মাহবুবুর রহমান বলেন, ‘ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা শহরের ৩৩ কেভির ছয়টি সাব-স্টেশনের মধ্যে সবকটিই চালু হয়েছে। তবে পুরো জেলায় ১১ কেভির ৪৯টি সাব-স্টেশনের মধ্যে ৩২টি চালু হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ লাইনে যে পরিমাণ তার ছেঁড়া আছে, এগুলো প্রতিস্থাপন করতে আরো বেশ কয়েক দিন সময় লাগবে। তবে আমরা দ্রুত চেষ্টা করছি।’
এদিকে, গ্রামে বিদ্যুৎ না থাকায় জেনারেটরের সাহায্যে বিভিন্ন দোকানে অসংখ্য মোবাইল চার্জ দিতে দেখা যায়।