থানচিতে পাহাড়ি যুবককে কুপিয়ে হত্যা
বান্দরবানের থানচিতে মশি ত্রিপুরা (২৮) নামে এক পাহাড়ি যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাফাখুমপাড়ায় এই ঘটনা ঘটে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী এনটিভি অনলাইনকে জানান, উপজেলার পর্যটনকেন্দ্র নাফাখুম ঝর্ণার পাশের একটি পাড়ায় তিন-চারজন পাহাড়ি যুবক মশি ত্রিপুরাকে কুপিয়ে হত্যা করে।
ওমর আলী আরো জানান, নিহত যুবক থানচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অলসান ত্রিপুরার ছোট ভাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অলসান ত্রিপুরা বাদী হয়ে থানচি থানায় একটি হত্যা মামলা করেছেন।
ওসি বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বুকে ও পেটে একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নিহতের বড় ভাই অলসান ত্রিপুরা বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’