জঙ্গিরা দেশকে আফগানিস্তান বানাতে চায় : ডিআইজি
পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসীগোষ্ঠী বাংলাদেশকে ইরাক, ইরান ও আফগানিস্তান বানাতে চায়। বাংলাদেশের মানুষ তা কখনো হতে দেবে না।
আজ মঙ্গলবার দুপুরে নড়াইলের সুলতান মঞ্চে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ।
পুলিশ সুপার বলেন, ‘দেশের অব্যাহত অগ্রযাত্রা সমুন্নত রাখতে গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
মতবিনিময় সভার আগে সন্ত্রাসীদের রুখতে উপস্থিত জনসাধারণের হাতে ডিআইজি ও পুলিশ সুপার লাঠি তুলে দেন।