নড়াইলে নসিমনের সংঘর্ষে আহত ১০
নড়াইলে দুটি নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের চিত্রা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মান্নান মোল্লা, সাজ্জাদ ফকির, নাজিম শেখ, শহীদ শেখ, নাজিম, আলামিন, মরফুদুল খান। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুভাষ চন্দ্র সাহা জানান, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বগুড়া থেকে একটি নসিমন চাঁদপুর এলাকার দিকে যাচ্ছিল। আর চাঁদপুর এলাকা থেকে অন্য আরেকটি নসিমন বগুড়ার দিকে যাচ্ছিল। পথে চিত্রা সেতু এলাকায় দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়েছে।